শেরপুর প্রতিনিধি : শেরপুরে তৃণমুলের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘তারায় তারায় দীপশিখা প্রতিযোগিতা’ নামে চিত্রাঙ্কন, আবৃত্তি, গান ও নাচের সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচী আয়োজিত এ প্রতিযোগিতায় শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষার্থী, গণকেন্দ্র পাঠাগার ও কিশোরী পাঠাগারের ১৩৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সাধারণ ও বিশেষ (প্রতিবন্ধি) দু’টি পর্যায়ে প্রতিটি ইভেন্টে ৫টি পৃথক গ্রুপে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় ব্র্যাক জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান, এলাকা ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম, আব্দুল লতিফ, হেদায়েতুল ইসলাম প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজয়ীরা পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

(এইচবি/এএস/ডিসেম্বর ২২, ২০১৬)