নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নাগরপুর যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌর মেয়র ও সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফজলুল হক প্রমুখ।

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মী সমাবেশ শেষে অতিথি বৃন্দরা গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান তারেক স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা দেখতে যান।

(আরএসআর/এএস/ডিসেম্বরক ২৩, ২০১৬)