বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের বাধাল গ্রামের ধান ক্ষেত থেকে একটি অজগর সাপ ধরা হয়েছে। শুক্রবার বিকলে ৪টার দিকে জমিতে ধান কাটার সময় স্থানীয় কৃষকদের হাতে ধরা পড়ে সাপটি।

সাপটি প্রায় ৬ফুট লম্বা। স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন জানান, কৃষক রেজাউল আকন, বিপ্লব বৈরাগী ও বাসু বৈরাগী জমিতে ধান কাটার সময় সাপটি দেখতে পান। তারা সাপটি ধরে বস্তাবন্দি করে রাখেন। বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

বাগেরহাটের পূর্ব সুন্দরনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আনোয়ার হোসেন জানান, সাপটি উদ্ধারে বনবিভাগের সন্ন্যাসী মোবাইল টিম ও টাইগার টিমের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।

(একে/এএস/ডিসেম্বর ২৩, ২০১৬)