গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের কাশিয়ানীতে গোলাগুলির পর গুলিবিদ্ধ দুই ডাকাতসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলিবিদ্ধ দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের এক দারোগা ও অপর দুই কনেস্টবল আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ওসি এ কে এম আলীনূর হোসেন জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ১টা-দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গেড়াখোলার পঞ্চবটিতে সড়ক ডাকাতির প্রস্তুতির সময় টহল পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় বাবু শেখ (৪৫) ও দুলালকে (৪০) পায়ে গুলিবিদ্ধ অবস্থায় এবং আতিক ও শামিম নামে অপর দুই ডাকাতকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় পুলিশের এসআই এমানুর হোসেন এবং কনেস্টবল ইকবাল ও রহমান আহত হন। গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায়। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি (ঢাকা-মেট্রো- ঢ-১৪-১৯৬৩) জব্দ করেছে পুলিশ।









(ওএস/এস/ডিসেম্বর২৪,২০১৬)