নিউজ ডেস্ক : কবির কথায় ‘চারি দিকে শুধু জল আর জল, দেখে মোর চিত্ত হয়েছে বিকল।’ পৃথিবীর মোট আয়তনের তিন ভাগ জল এক ভাগ স্থল। প্রাথমিকের পাঠ্য বইতেই পাওয়া যাবে এই তথ্য।

এ জানতে কি আর বৈজ্ঞানিক হওয়ার দরকার পড়ে? নিশ্চয়ই নয়। তবে সম্প্রতি ভূ-তলের ৪৪০ মাইল নীচে মহাসাগরের তিন গুণ বড় মহাসাগরের খোঁজ পেলেন এক দল মার্কিন ভূ-বৈজ্ঞানিক।

মার্কিন ভূ-বৈজ্ঞানিক স্টিভ জ্যাকবসনের মতে, পৃথিবীর উপরি ভাগের জল মাটির নীচ থেকেই উঠে এসেছে। তিনি আরও জানান, পানির উত্পত্তি কীভাবে হয়েছিল, তার রহস্য ভেদ করতে মাটির নিচের মহাসাগরের পানি সাহায্য করবে।

(ওএস/এটিআর/জুন ১৫, ২০১৪)