বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে এতিম ও দরিদ্র অসহায় শীর্তাতদের মাঝে শনিবার দুপুরে কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন দ্বীপ মহিলা সংস্থার উদ্যোগে ৫ শতাধিক শীর্তাতদের মাঝে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হাসান।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দ্বীপ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক দিল ফারজানা বিথী, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক-এম এম মফিজুর রহমান, সাংবাদিক মোঃ আমির আলী, ইমরুল কায়েস পান্থ ইউপি সদস্য ইলিয়াস সরদার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আজকে যিনি কম্বল বিতরণ করছে তার মত স্ব স্ব এলাকার ধর্নাঢ্য ব্যক্তিরা যদি অসহায়দের পাশে থেকে সহযোগিতা করে তাহলে দরিদ্র মানুষের সংখ্যা কমে আসবে।

(একে/এএস/ডিসেম্বর ২৪, ২০১৬)