বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সুলতানপুর জনকল্যান সংস্থার উদ্যেগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার বেমরতা ইউনিয়ন এলাকায় অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।

বিশিষ্ট সমাজ সেবক ও সুলতারপুর জনকল্যাণ সংস্থার সভাপতি এফএম মোস্তাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সংস্থার সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, সংস্থার উপদেষ্টা এসএম মোজাম্মেল হোসেন, সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বানু, সংস্থার উপদেষ্টা অজিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় সহযোগীতা, বেকার সমস্যা সমাধানে দরিদ্র যুবকদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অসহায় দুস্থ লোকসহ মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করে পরিবার পরিকল্পনা গ্রহনে সহয়তা প্রদান করে সুলতানপুর জনকল্যান সংস্থা আজ দৃষ্টান্ত রেখে যাচ্ছে। এছাড়া সরকারী কর্মকর্তাসহ জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সুলতানপুর জনকল্যান সংস্থা এলাকার অবকাঠামোগত উন্নয়নে অগ্রনি ভূমিকা রেখে চলেছে।

(একে/এএস/ডিসেম্বর ২৪, ২০১৬)