শেরপুর প্রতিনিধি :বিসিবির আয়োজনে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতার ঢাকা বিভাগের (নর্থ) শেরপুর ভেন্যুর ভেন্যুর খেলা ২৫ ডিসেম্বর রবিবার শুরু হয়েছে।

উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ জেলা দল লো স্কোরিং ম্যাচে ৪ উইকেটে কিশোরগঞ্জ জেলা দলকে পরাজিত করে।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সকালে টস জিসে কিশোরগঞ্জ জেলা দল ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারের খেলায় কিশোরগঞ্জ জেলা দল ২৭ দশমিক ৩ ওভারে মাত্র ৬৭ রানে অলআউট হয়।

মানিকগঞ্জের শুভ সরকার ৭ দশমিক ৩ ওভার বল করে ১৭ রানে ৫ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৩০ দশমিক ২ ওভারে মানিকগঞ্জ জেলা দল ৬ ইউকেটে ৭০ রান তুলে ৪ উকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।

সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম। এসময় অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, বিসিবির জেলা ক্রিকেট কোচ রাফিউল ইসলাম রুমেল, ময়মনসিংহ বিভাগীয় আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি হাকিম বাবুল এবং মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ ডিএসএ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

শেরপুর ভেন্যুতে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহ জেলা দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে অংশগ্রহণ করছে। সোমবার ময়মনসিংহ বনাম জামালপুর জেলা দল প্রতিদ্বন্দ্বীতা করবে।

সংক্ষিপ্ত স্কোর : কিশোরগঞ্জ জেলা-৬৭/১০, ২৭.৩ ওভার (আরিফুল ১৭, সিয়াম ৮ অতি: ১৭, শুভ সরকার ৫/১৭, শরিফ ইসলাম ২/১৪)। মানিকগঞ্জ জেলা-৭০/৬, ৩০.২ ওভার (শরিফ ইসলাম ২০, আবির আহমেদ ৯, শাওন ৯, অতি: ১৪, তাসনিমুর রহমান ২/২৫, সাকিবুল হাসান ১/২)। মানিকগঞ্জ জেলা ৪ উইকেটে জয়ী।









(এইচবি/এস/ডিসেম্বর ২৫, ২০১৬)