রাজশাহী প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত সুবিধা নিয়ে তরুণরা বেকারত্ব দূর করছে। বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ।

রবিবার দুপুরে রাজশাহী কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য সভায় আরো রাখেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ হবিবুর রহমান, ই-জেনারেশনের চেয়ারম্যান ও রাজশাহী কিংসের কর্ণধার শামীম আহসান, তৌহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট তপন কুমার নাথ।

লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় সারাদেশের ৬৪ জেলার ১৪ হাজার তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে। রাজশাহী কলেজে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

মেলায় বিভিন্ন ক্যাটাগরীর ৩০টি স্টল রয়েছে। এতে করে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা আইটি বিষয়ে জানতে পারবে।

(ওএস/এএস/ডিসেম্বর ২৫, ২০১৬)