স্টাফ রির্পোটার : নকশা বর্হিভূত ভবন নির্মাণের অভিযোগে সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে বাদ দিয়ে তার বাবা-মাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক এসএম মফিদুল ইসলাম বাদী হয়ে রোববার দুপুরে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ৪২।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- সোহেল রানার বাবা আ. খালেক ও মা মর্জিনা বেগমসহ সাভার ৭নং ওয়ার্ড কমিশনার হাজী মোহাম্মদ আলী খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অর্কিটেক্ট) এটিএম মাসুম রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার পৌর মেয়র আলহাজ্জ মো. রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল (বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা), সাভার পৌরসভার সাবেক টাউন প্লানার ফারজানা ইসলাম, সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মুত্তালিব, সাবেক সচিব মর্জিনা খান, সাবেক সচিব মো. আবুল বাশার, ফ্যানটম অ্যপারেল লিমিটেডের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটম লিমিটেডের এমডি বজলুস সামাদ, ইথার টেক্সটাইলের চেয়ারম্যান মো. আনিসুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পরস্পরের যোগসাজসে নকশা বর্হিভূতভাবে ভবন নির্মাণে সহযোগিতা করেন। রানা প্লাজা ষষ্ঠ তলা পর্যন্ত অনুমতি থাকলেও তারা ১০ তলা করেছেন। পাশাপাশি শপিং কমপ্লেক্সকে পোশাক কারখানা হিসেবে ভাড়া দিয়েছেন।

দুদকের উপ-পরিচালক এসএম মফিদুল ইসলাম অভিযোগটি অনুসন্ধান করেছেন।
(ওএস/এএস/জুন ১৫, ২০১৪)