নওগাঁ প্রতিনিধি : সোমবার দুপুরে নওগাঁর মান্দায় চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে সার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক সত্যব্রত সাহা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা জাহিদুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, হাফিজুর রহমান, কৃষক রিয়াজ উদ্দিন প্রামানিক, নীরেন্দ্রনাথ সরকার, জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি দপ্তর জানায়, চলতি বোরো মৌসুমে কৃষি প্রদর্শনী প্লটের জন্য উপজেলার ৬০ জন কৃষকের মাঝে ব্রি-ধান ২৮, ব্রি-ধান ১৪, ব্রি-ধান ৫০ ও ব্রি-ধান ৬৩ জাতের ১০ কেজি করে বীজ, গুটি ইউরিয়াসহ অন্যান্য সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

(বিএম/এএস/ডিসেম্বর ২৬, ২০১৬)