স্টাফ রিপোর্টার : বাংলাদেশে প্রথম একজন মার্স (MERS- মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম) ভাইরাসে আক্রান্ত রোগী সন্ধান পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ইনস্টিটিউট অব এপিডেমলজি ডিজিজ কন্ট্রোর অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিছুক্ষণ আগে বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, ৫৩ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভুত এক মার্কিন নাগরিক এই মার্স ভাইরাস তার শরীরে বহন করছেন। তিনি বর্তমানে বাংলাদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৯ জুন তিনি বাংলাদেশে আসার পথে দুবাইতে প্রায় ৬ ঘণ্টা যাত্রাবিরতি করেন। এর পর দেশে এসে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হন। তার রোগ নির্ণয় করা সম্ভব না হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের দ্বারস্থ হন হাসপাতাল কর্তৃপক্ষ।

(ওএস/এটিআর/জুন ১৫, ২০১৪)