নিউজ ডেস্ক : প্রেমিকের বাবা-মা বা হবু শ্বশুড়-শ্বাশুড়ির মন জয় করা যে কোনো মেয়ের জন্যই অত্যন্ত জরুরী এবং নিঃসন্দেহে কঠিন একটি কাজ। মেয়েদের অনেক বড় ধরনের একটি পরীক্ষার সম্মুখীন হতে হয় যখন তারা তাদের প্রেমিকের বাবা-মায়ের সামনাসামনি হন। বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমিকের বাবা-মায়েরা তাদের মাঝে কিছু ভুল ধরে বিয়ে ভেঙে দেয়ার চেষ্টাও করেন। আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে জেনে নিন কী উপায়ে তাদের মন জয় করবেন।

মার্জিত পোশাক পরুন :
আপনার প্রেমিকের সামনে যেকোনো পোশাক পরতে পারেন কিন্তু তার বাবা মায়ের সাথে যখন দেখা করতে যাবেন তখন মার্জিত কোনো পোশাক পরে যান। এতে করে আপনার প্রতি তাদের একটা ভালো ধারণা তৈরি হবে। একমাত্র এই পোশাক নিয়েই তারা নানা ধরনের অভিযোগ করে থাকেন। এ কারণে রক্ষনশীল এবং মার্জিত পোশাক পরুন যা কি না আপনার প্রতি তাদের মনে একটা মার্জিত ও ভালো ধারণা তৈরি হবে।
উপহার দিন :
উপহার পেলে ছেলে বুড়ো সবাই অনেক বেশি খুশি হয়ে যান। তাই আপনার প্রেমিকের বাবা মায়ের মন জয় করার একটি সহজ উপায় হল তাদের বিভিন্ন উপহার কিনে দিন। দেখবেন তারা বেশ পছন্দ করছেন এবং ছেলের বৌ হিসেবে মেনে নেবেন।

ধর্মীয় ধারণার প্রতি শ্রদ্ধাশীল হন :
আপনি যে ধর্মের অনুসারিই হয়ে থাকুন না কেন, নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন ও ধর্মীয় আচার-বিধি গুলো মেনে চলুন। কেননা প্রত্যেক বাবা মা-ই চেয়ে থাকেন যে তার ছেলের বৌ ধর্মীয় মানসিকতাসম্পন্ন হোক। এ কারণে তাদের সামনে ধর্ম সম্পর্কে আলাপ আলোচনা করুন, সুযোগ পেলে মতামত দিন।। তাদের বুঝিয়ে দিন যে আপনিও ধর্মীয় বিধি মেনে চলেন। তাহলে দেখবেন আপনাকে তারা খুব পছন্দ করবেন।
নিজেকে সংযত রাখুন :
বউদের সংযত স্বভাব সব প্রেমিকের বাবা মাই অনেক বেশি পছন্দ করেন। আর তারা মনে প্রাণে চান যে তাদের ছেলের বৌ অবশ্যই শান্ত ও ধীর হক। এ কারণে আপনার প্রেমিকের বাবা মায়ের মন জয় করার জন্য আপনিও তেমন হতে পারেন। এতে তারা আপনার উপরে অনেক বেশি খুশি হবেন। ধরে নেবেন যে আপনি সংসার সামলানোর উপযুক্ত।
কথা বলায় ভদ্রতা রাখুন :
ভদ্রভাবে কথা বললে সবাই অনেক বেশি খুশি হয়ে থাকেন। এ কারণে প্রেমিকের বাবা মায়ের মন জয় করতে তাদের সাথে ভদ্রভাবে কথা বলুন। আপনার কথায় তারা যেন কোনোভাবেই অভদ্রতা খুঁজে না পায়। বরং যেন আপনার পারিবারিক শিক্ষাটাই ফুটে ওঠে।
(ওএস/এএস/জুন ১৫, ২০১৪)