গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের শুরু ও শেষ হলো শোকের মধ্য দিয়ে। উৎসবের ঠিক একদিন আগে হীরক জয়ন্তী উদযাপন কমিটির সাধারন সম্পাদক ভিপি আতিকুল ইসলাম রতন এবং অনুষ্ঠানের শেষদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্কুলের সিনিয়র শিক্ষক জাহের আলম।

শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের শেষদিন সন্ধ্যায় স্মৃতিচারন বক্তব্য শুরু হয়, বক্তব্যের এক পর্যায়ে রাত সাড়ে আটটার দিকে স্মৃতিচারন করতে মঞ্চে উঠেন শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহের আলম। বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক মূমুর্ষূ অবস্থায় জাহের আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় স্কুল মাঠটি প্রাক্তন, বর্তমান ছাত্র/ছাত্রী ও দর্শকদের উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। আলোচনা সভার পরেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এরই মধ্যে চ্যানেল আই সেরা কন্ঠের শিল্পী ঝিলিক গান পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে সিনিয়র শিক্ষক জাহের আলমের মৃত্যুর সংবাদ স্কুলে পৌছলে এক হৃদয় বিদারক ঘটনার অবতারনা হয়। প্রিয় শিক্ষকের মৃত্যু সংবাদ শুনে বেশ কয়েকজন ছাত্র অচেতন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে উদযাপন কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে।

উল্লেখ্য শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের ঠিক একদিন আগে ২২ শে ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাতে হীরক জয়ন্তী উদযাপন কমিটির সাধারন সম্পাদক ভিপি আতিকুল ইসলাম রতন মৃত্যু বরন করেন। আর অনুষ্ঠানের শেষ দিন ২৪ ডিসেম্বর রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন স্কুলের সিনিয়র শিক্ষক জাহের আলম। পর পর দু’টি মৃত্যুর সংবাদে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোমবার সকাল ১০টায় নিজ কর্মস্থল শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শেষ বারের মত নিয়ে আসা হয় তার মরদেহ, সেখানে জানাজার নামাজ শেষে তার বাড়ী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দারুন বানিয়াডি গ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

(এসআইএম/এএস/ডিসেম্বর ২৭, ২০১৬)