গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার এসডিএফ প্রকল্পভূক্ত সংগঠনের মাঝে সমবায় অধিদপ্তরের নিবন্ধন সনদপত্র ও প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোঃ খোরশেদ আলম নিবন্ধিত সংগঠনের মাঝে সনদপত্র বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, এসডিএফের জেলা ব্যবস্থাপক মোঃ নূরুল হুদা চৌধুরী, এসডিএফ লাইভলী হুড প্রোগ্রামের জেলা কর্মকর্তা সালমা বেগম, আইসিবি’র জেলা কর্মকর্তা নাদিরা বেগম। এছাড়াও বক্তব্য এসডিএফের মোঃ ফিরোজ কবির সরকার, মোঃ শহিদুর রহমান, মোঃ সাইদুর রহমান, মোঃ মোশারফ হোসেন, সনদপত্র গ্রহণ করেন মোছাঃ ফুলবানু, মাজেদা বেগম, কল্পনা বেগম, হাফিজা বেগম, পারভীন আক্তার, বাসনা আক্তার, মমতাজ বেগম, মোমেনা বেগম, আনোয়ারা বেগম, সেলিনা আক্তার।

(এসআইএম/এএস/ডিসেম্বর ২৭, ২০১৬)