স্টাফ রিপোর্টার : সূচকের পতনেই চলছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। লেনদেনের তিন ঘন্টায়ও সূচকের এ পতন অব্যাহত রয়েছে। এ সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

আর টাকার পরিমাণে লেনদেনও রয়েছে শ্লথ গতিতে। দুপুর দেড়টায় ডিএসইতে সূচক কমেছে ২৪ পয়েন্ট আর লেনদেন হয়েছে ১৮৯ কোটি টাকার। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের পতনে শুরু হয়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তিন ঘন্টায় ব্রড ইনডেক্স ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৮৪ পয়েন্টে। এ সময় মোট ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টি, কমেছে ২০৩টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৪০ লাখ টাকার।

দুপুর দেড়টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩৪৯ পয়েন্টে। এ সময় মোট ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ৭০ লাখ টাকার।

গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ২ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩৬৮ কোটি ৭৬ লাখ টাকার।

(ওএস/এটিআর/জুন ১৫, ২০১৪)