বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে চাকরী স্থায়ীকরণের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালন করেছে নকল নবিসরা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়। অবস্থান কর্মসূচীতে বক্তারা অভিলম্বে নকল নবিসদের চাকরী স্থায়ী করণের জন্য সরকারের প্রতি আবেদন জানান।

তারা বলেন, দাবি মানা না হলে দেশের সকল নকল নবিসরা আরো কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হবে। অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নকল নবিস এ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি তপন কুমার দাস, সহ-সভাপতি আঃ বারী, মেহফুজুর রহমান, লুবনা খাতুন প্রমুখ।

(একে/এএস/ডিসেম্বর ২৭, ২০১৬)