সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি : হাইকোর্টে রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস জেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং ওয়ার্ডের কানকির হাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকল পদে ভোট গ্রহণ স্থগিত করেছে।

বুধবার সকাল আটটার দিকে ভোট গ্রহণের মাত্র এক ঘণ্টা আগে নির্বাচনের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিতের কথা জানান। পরে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এনায়েত হোসেন সবুজ ভোট গ্রহণের সকল কার্যক্রম স্থগিত করে সকাল সাড়ে নয়টার দিকে সেনবাগ উপজেলা সদরে ফিরে আসেন।

নির্বাচনের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম জানান, আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশে জেলা পরিষদ নির্বাচনে সেনবাগ উপজেলার ৪নং ওয়ার্ডের কানকির হাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

উল্লেখ্য, সেনবাগ পৌরসভা ও সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউপি, ১নং ছাতারপাইয়া ইউপি, ২নং কেশারপাড় ইউপি ও সোনাইমুড়ি উপজেলার অম্বনগর ইউপি এবং বারোগাঁ ইউপি নিয়ে ৪নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে সদস্য পদে মোট প্রার্থীর সংখ্যা ছয়জন। এর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন। তারা হলেন- আবু তৈয়ুব (উটপাখি প্রতীক), গোলাম কবির (বৈদ্যুতিক পাখা প্রতীক), অ্যাড. আবদুল আজিম চৌধুরী মানিক (সিএনজি অটোরিকশা প্রতীক), সাইফুল ইসলাম বাবু ( হাতী প্রতীক), খুরশিদ আলম (নলকুপ প্রতীক) এবং অপর প্রার্থী হলেন, বাম রাজনীতির সঙ্গে জড়িত আকবর হোসেন বাহার (তালা প্রতীক)।


(ওএস/এস/ডিসেম্বর ২৮, ২০১৬)