বাগেরহাট প্রতিনিধি : ১৫ লাখ টাকা মুক্তিপণের জন্য মাহমুদা নদী থেকে ৩০ জেলেকে অপহরণ করেছে দস্যু বাহিনী। কোস্ট গার্ড দাবি করেছে যৌথ অপারেশন শুরুর পর দস্যুরা ৩০ জেলেকে ছেড়ে দিয়েছে। রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী জানান, সুন্দরবনের  মাহমুদা নদীর কানচিখালী এলাকায় মাছ ধরছিলেন।

শনিবার কানচিখালি এলাকা থেকে জলদস্যু আলিম ও জনাব আলী বাহিনীর সদস্যরা ৩৫ জন জেলেকে অপহরণ করে। পরে তাদের মধ্যে থেকে একটি ট্রলারসহ ৫ জেলেকে মুক্তিপণের টাকা আনার জন্য ছেড়ে দেয়া হয়। বাকি ৩০ জনকে অপহরণকারীরা নিয়ে যায়। টাকা না দিলে জেলেদের হত্যা করার হুমকি দেয়া হয়েছে বলেও জানান চেয়ারম্যান আকবর আলী। জেলেদের সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের বাসিন্দা।
তবে কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেনেন্ট মুজাহিদ জানান, জলদস্যু আলিম ও জনাব আলী বাহিনীর সদস্যরা ৩৫ জন জেলেকে অপহরণ করার পর কোস্ট গার্ড,বন বিভাগ ও পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তাদের অভিযানের ভয়ে শনিবার সন্ধ্যায় দস্যুরা ২৭টি নৌকা ও ২৯ জেলেকে ছেড়ে দেয়। উদ্ধার হওয়া জেলেকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

(একে/এএস/জুন ১৫, ২০১৪)