ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে প্রেস ইন্সটিটিউট অফ বাংলাদেশ (পিআইবি) কর্তৃক তিনদিনব্যাপী সাংবদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ৯টায় বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন সংরক্ষিত আসন-৩০১ এর সংসদ সদস্য সেলিনা জাহান লিটা (এমপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে রাণীশংকেল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট গীতিকার মো: আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ড. প্রদীপ কুমার পান্ডে, চেয়ারম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জিলহাজ উদ্দিন নিপুন, রিপোর্টার, পিআইবি, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, বালিয়াডাঙ্গী প্রেসক্লাব সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, সা: সম্পাদক মজিবর রহমান শেখ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের পুর্বে অতিথিদের হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর সম্পাদক বিধান চন্দ্র দাস, বাংলার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক প্রশান্ত কুমার দাস ও বিকালের খবর পত্রিকার সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী।

কর্মশালায় ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করে।

(ডিসি/এএস/ডিসেম্বর ২৮, ২০১৬)