লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এড. সোহরাব হোসেন বিশ্বাস (চশমা প্রতীক) তিনি পেয়েছেন ২৯৪ ভোট তার প্রতিদ্বন্দী প্রার্থী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এড.সৈয়দ আয়ুব আলী (আনারস প্রতীক) পেয়েছেন ২৪৩ ভোট।

এছাড়া সংরক্ষিত ১ নং মহিলা কাউন্সিলর পদে সাবিনা ইয়াসমিন,২ নং এ মোসাঃ রানী, ৩নং এ নাজনীন সুলতানা রোজী, সংরক্ষিত ৪ এ রওশন আরা লিলি এবং সরক্ষিত ৫ এ জেসমিন সুলতানা। এছাড়া সাধারন কাউন্সিলর পদে ১ নং আসনে রায়হান ফারুকী, ২ নং এ হাদিউজ্জামান, ৩ নং এ মাসুদ রানা, ৪ এ মোঃ সামিউল আলম, ৫ এমোঃ ইকবাল শেখ,৬ এ মোঃ সাইফুল ইসলাম,৭এ মোঃ শরিফুল ইসলাম,৮ এ মোঃ বরকত হোসেন,৯ এ বিপ্লব বিশ্বাস, ১০ এ মোঃ ওবায়দুর রহমান, ১১ তে শেখ মোঃ সুলতান মাহমুদ, ১২ নং এ শেখ রিয়াজ মাহমুদ, ১৩ তে প্রবীর কুমার কুন্ডু, ১৪ নং এ শেখ সাজ্জাদ হোসেন ও ১৫ নং এস বি এম সাইফুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনে মোট ৫৫৪ জন ভোটার রয়েছেন। মোট ৯৯.১০ ভাগ ভোট প্রদান করা হয়েছে।

জেলা রিটার্নীং কর্মকর্তা এবং নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচনকালীন জেলার কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি।

(আরএম/এএস/ডিসেম্বর ২৮, ২০১৬)