দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : উৎসবমুখর পরিবেশে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফকির আব্দুল জব্বার বিজয়ী হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ফকির আব্দুল জব্বার তালগাছ প্রতীক নিয়ে ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাকিবুল হাসান পিয়াল পেয়েছে ৮৫ ভোট। জেলা রিটানিং কর্মকর্তা ও রাজবাড়ী জেলা প্রশাসক জিনাত আরা এই ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়ন, ৫টি উপজেলা এবং ৩টি পৌরসভার মোট ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ১৫টি কেন্দ্রে ১৪৯ জন নারী ভোটার এবং ৪৭৫ জন পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রাজবাড়ীতে অনুষ্টিতব্য এ নির্বাচনে ২জন চেয়ারম্যান, ১৩ জন সংরক্ষিত নারী সদস্য এবং ৩৬ জন সাধারণ সদস্য সহ মোট ৫১ জন প্রার্থী চুড়ান্ত প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতা করলেও ১জন চেয়ারম্যান, ৫ জন সংরক্ষিত নারী সদস্য এবং ১৫ জন সাধারণ সদস্য বিজয়ী হবেন। এই নির্বাচনে ৪জন সাধারণ সদস্য এবং ২ জন নারী আসনের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

(ডিবি/এএস/ডিসেম্বর ২৮, ২০১৬)