রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের সাভার গ্রামে লাবনী আক্তার নামে এক স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের আলমগীর সরদারের মেয়ে। বরাট ইন্টারন্যাশনাল স্কুলে তিনি শিক্ষকতা করতেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি এখনও সংজ্ঞাহীন বলে জানা গেছে। এ ঘটনায় লাবনীর মা নাজমা বেগম ও ছোট ভাই নাহিদুল আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত লাবনীর অপর ভাই জাহাঙ্গীর সরদার জানান, তার বাবা ও তিনি ঢাকায় চাকরী করেন। কয়েক বছর আগে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের হযরত আলীর সাথে বিয়ে হয় তার বোনের। বিয়ের সময় চাহিদা মতো যৌতুকও দেয়া হয়েছিল। তারপরও কারণে অকারণে তার বোনকে নির্যাতন চালাতো স্বামী। নির্যাতন সইতে না পেরে তার বোন চলে আসে বাড়িতে। এরপর থেকে সে বাড়িতেই থাকতো এবং স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতো। শনিবার রাত ২টার দিকে তার মা, বোন ও পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছোট ভাই ঘুমিয়ে ছিল। দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে কেরোসিন অথবা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের ধারণা, তার বোনের স্বামী হযরত এ ঘটনা ঘটিয়েছে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার এসআই ওয়াদুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
(এসএসসি/এএস/জুন ১৫, ২০১৪)