নওগাঁ প্রতিনিধি : শনিবার দিনগত রাতে নওগাঁর সাপাহার থানার পুলিশ এক মাদক ব্যবসায়ীর পিছু ধাওয়া করে উপজেলার আশড়ন্দ রাস্তার ভাতকাড়া মোড় থেকে বস্তা ভর্তি ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।

পুলিশ জানায়, ওই রাতে সাপাহার থানার একদল পুলিশ এক আসামী ধরার জন্য ওই রাস্তার জবই মোড়ে ওঁত পেতে অবস্থান করে। এমন সময় রাত্রি সাড়ে ৯ টার দিকে আইহাই, পাতাড়ী সীমান্ত এলাকার দিক থেকে একটি মোটর সাইকেলে চেপে দুই ব্যক্তি একটি ভর্তি বস্তা বহন করে সাপাহার উপজেলা সদরের দিকে দ্রুত বেগে আসছিল। তারা খুব দ্রুত গতিতে জবই মোড় অতিক্রম করলে তাদের মোটর সাইকেলটি পুলিশের নজরে পড়ে। এসময় পুলিশ আসামী ধরা বাদ দিয়ে ওই মোটর সাইকেলের পিছু ধাওয়া করলে পিছনে পুলিশ লেগেছে দেখে মাদক ব্যবসায়ী বিষয়টি বুঝতে পেরে এক সময় ভাতকাড়া মোড়ে এসে মোটরসাইকেল থেকে ফেন্সিডিলের বস্তাটি ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে ফেন্সিডিলের বস্তাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ নুর ইসলামের উপস্থিতিতে বস্তা খুলে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। এ বিষয়ে থানায় তাৎক্ষনিক স্পেশাল আইনে একটি মামলা রুজু হয়েছে।

(বিএম/এএস/জুন ১৫, ২০১৪)