স্টাফ রিপোর্টার : চলতি মাসেই পদ্মাসেতু নির্মাণের মূল কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, চলতি মাসের ১৭ তারিখে চায়না মেজর ব্রিজ কোম্পানির সঙ্গে সেতু নির্মাণ কার্যক্রম শুরু সংক্রান্ত একটি চুক্তি করা হবে।এর পরই সেতু নির্মাণ কার্যক্রম শুরু করবে কোম্পানিটি।

কোম্পানিটি ইতোমধ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগসহ সেতু নির্মাণের যাবতীয় যন্ত্রপাতি নিয়ে এসেছে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী মূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ওপর এ আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এতে সভাপতিত্ব করেন ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা।

(ওএস/এটিআর/জুন ১৫, ২০১৪)