শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় এক স্কুল ছাত্রসহ বজ্রাঘাতে দুইজন নিহত ও এক শিশু আহত হয়েছে। বজ্রাঘাতে এক কৃষককের দুটি গরুর দগ্ধ হয়ে মারা গেছে। ১৫ জুন রবিবার দুপুরের দিকে আকস্মিক এ বজ্রাঘাতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২ টার দিকে শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা এলাকায় বাড়ীর উঠানে কাজ করার সময় বজ্রাঘাতে আব্দুল মালেকের স্ত্রী অজুফা বেগম (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় অজুফার নাতী কমল মিয়া (৫) গুরুতর আহত হয়। আহত কমলকে চিকিৎসার জন্য শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই এলাকার পুটল গ্রামের কৃষক হাসানের দুটি গরুও বজ্রাঘাতে দগ্ধ হয়ে মারা গেছে।

অপরদিকে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা নগরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে স্কুল ছাত্র মাসুদ (১৬) বজ্রাঘাতে নিহত হয়েছে। সে স্থানীয় তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিল। নিহত মাসুদ বাড়ীর পাশে কচুক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

(এইচবি/এএস/জুন ১৫, ২০১৪)