বদরুল হায়দার: ছড়াকার রিয়াজুল ইসলাম রিয়াজ ১লা জানুয়ারী  জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকে রিয়াজ লেখালেখিতে যুক্ত হন। কিশোর বয়সে ছড়া কবিতা ও কলাম লিখে সাহিত্য পরিমন্ডলে যাত্রা শুরু করেন। মফস্বল থেকে ঢাকায় আসার পর জাতীয় দৈনিক, মাসিক ও সাময়িকীতে তাঁর ছড়া, প্রবন্ধ ও কবিতা প্রকাশিত হয়।

নতুন শতাব্দিতে রিয়াজ জাতীয় সংবাদ পত্রের সাথে সম্পৃক্ত হন। দৈনিক সমকালিন ছড়া লিখে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেন। রিয়াজ লেখালিখির বাইরে একজন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক রূপে কেন্দ্রীয় যুব লীগের রাজনীতিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর প্রায় দুই শতাধিক ছড়া এ পর্যন্ত বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।

রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে বেশী লিখেছেন। রিয়াজের ছড়া কবিতায় সমসাময়িক ঘটনাবলি রয়েছে ব্যাপকভাবে। গভীর মনোযোগী রাজনৈতিক সচেতন লেখক হিসেবে ছড়া কবিতার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কলাম লিখেছেন। জীবনবাদী মানুষের স্বপক্ষের লেখক হিসাবে তাঁর রচনায় সাহসী উপকরণ রয়েছে। মানুষের সুখ-দুঃখ আনন্দ-বেদনা উৎসাহ-উচ্ছাস রয়েছে গভীর মমতায়। রিয়াজ ফরিদপুরের শহরতলীর কানাইপুরের মাতুতালয়ে জন্মগ্রহণ করেন। নদ-নদী ভাঙা গড়ার মতো খেলা রয়েছে তাঁর জীবন যাপনে। তাঁর ছড়া কবিতার মূল বৈশিষ্ট্য মানুষের চেতনাকে জাগ্রত করা।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসেছে সাহসের সাথে। দৈনিক বাংলা ৭১ ও অনলাইন পোর্টাল উত্তারিধকার ৭১’র নিউজের সহকারি সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ একজন সত্যিকারের রাজনৈতিক সচেতন ছড়াকার। দ্রোহ ক্ষোভ প্রতিবাদী এ ছড়াকারের কাব্য যাত্রা শুভ হোক এটাই প্রত্যাশা। শুভ হোক রিয়াজের জন্মদিন।



(ওএস/এস/ডিসেম্বর ৩১, ২০১৬)