রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে রবিবার দুপুরে ব্যবসায়ী মনির মোল্লার ফলের আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে ফরমালিন ও বিষাক্ত কীটনাশকযুক্ত প্রায় ৪ টন আম ডাকাতিয়া নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে।

এসময় ফল ব্যবসায়ীসহ আড়তের লোকজন পালিয়ে যাওয়া তাদের কোন জরিমান করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকতা শারমিন আলম এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালত দুপুরে শহরের একটি ফলের আড়তে অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত ফল বিক্রির করার অপরাধে প্রায় ৪ টন আম জব্ধ করা হয়। পরে আমগুলো পিকআপ ভ্যানে করে শহরের ধান হাটা এলাকার ডাকাতিয়া নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, রায়পুর পৌরসভার খাদ্য পরিদর্শক নাহিদ পাটোয়ারী, পুলিশের এএসআই মো. সিরাজসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রায়পুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম বলেন, বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশের আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রায় ৪টন আম নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে। আগামী ৭ দিন ধরে ফলে বিষাক্ত কেমিকেল ও ফরমালিনের ওপর অভিযান অব্যহত থাকবে।
(এমআরএস/এএস/জুন ১৫, ২০১৪)