রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে কেমিক্যাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচ’শ আম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে পুঠিয়া থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্ম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে এ মামলায় পুলিশ কাউকে আটক করতে পারেনি পুলশ।

পুঠিয়া থানার ওসি এম এম ফজলুর রশীদ জানান, পুলিশের ওপর আম ব্যবসায়ীদের হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ শ আম ব্যবসায়ীকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে বানেশ্বর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অপরিপক্ক ফজলি আমে কেমিক্যাল মিশিয়ে বাজারজাত করার অভিযোগে গোলাম মোস্তফা নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত। এতে বিক্ষুব্ধ হয়ে আম ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা করে।


(ওএস/এটিঅার/জুন ১৫, ২০১৪)