স্টাফ রিপোর্টার : বহুল আলোচিত রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় সোমবার ঘোষণা করবে আদালত। ঘটনার ১৩ বছর পর বিচারিক আদালত ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন ওই রায় ঘোষণা করবেন।

গত ২৮ মে মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ঠিক করা হয়েছিল।

রায় ঘোষণার সময় মামলারটির ১৪ আসামীর মধ্যে কারাগারে থাকা মুফতি আব্দুল হ্ন্নাানসহ ৯ আসামিকে আদালতে হাজির করা হবে।

২০০১ সালের ১৪ এপ্রিল ১ বৈশাখ ছায়ানটের বর্ষবরন অনুষ্ঠান চলাকালে জঙ্গীদের বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত হন।

২০০৮ সালের ২৯ নবেম্বর হুজি নেতা মুফতি আব্দুল হ্ন্নাানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল হয়। আদালত মামলাটিতে ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর হত্যা মামলাটি ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠানো হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল নির্ধারিত ১৩৫ কার্যদিবসের মধ্যে ৮০ জন সাক্ষীর মধ্যে তাদের ৫০ জনের সাক্ষ্যগ্রহণ করেন। নির্ধারিত সময়ে মামলার বিচার শেষ না হওয়ায় ওই আদালত ২০১০ সালের ২৪ মে বর্তমান আদালতে অবশিষ্ট বিচার শেষ করার জন্য পাঠানো হয়। ওই আদালত গত সাড়ে ৩ বছরে আরও ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর (মোট ৬১ জন) পর গত বছর ২৩ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেন।

এরপর গত বছর ১০ নভেম্বর আসামিদের আত্মপক্ষ শুনানি অনুষ্ঠিত হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি শুরু হয় যুক্তিতর্ক। প্রায় ১৪টি ধার্য তারিখে রাষ্ট্র ও আসামি পক্ষ যুক্তিতর্ক শুনানির পর বুধবার তা শেষ হলে বিচারক রায় ঘোষণার দিন ঠিক করেন।

মামলার ১৪ আসামীর মধ্যে মুফতি আব্দুল হ্ন্নাান, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মাও. আবু তাহের, মাও. আ: রউফ, মাও. সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মাও. শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাও. আকবর হোসাইন ওরফে হেলালউদ্দিন ও হাফেজ মাও. ইয়াহিয়া কারাগারে আছেন। আসামী আলহাজ্ব মাও. মো: তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাও. আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান, ও মুফতি আব্দুল হাই পলাতক আছেন।

(ওএস/এটিঅার/জুন ১৫, ২০১৪)