গাইবান্ধা প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নিজের ঘরে যদি একজন সংসদ সদস্য নিহত হন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সভা, সমাবেশ, মিছিল-মিটিংয়ে যদি এ ঘটনা ঘটতো তবুও না হয় একটা কথা ছিল। এর চেয়ে আর বড় খারাপ কি হতে পারে।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটনের নিজ বাড়িতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি লিটনের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

কাদের সিদ্দিকী বলেন, এ হত্যার ঘটনা অত্যন্ত ভয়াবহ, তাই সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আগামীকাল কি হবে তা আমরা কেউ বলতে পারছি না। আর আমি যে এখানে এসেছি রাস্তায় আক্রান্ত হবো কি না সেটাও বলা যায় না। এছাড়া এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন অনেককে গ্রেফতার করতে পারে। এ ঘটনার সঙ্গে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করা রাষ্ট্রের কর্তব্য।

(ওএস/এএস/জানুয়ারি ০৩, ২০১৭)