বরগুনা প্রতিনধি : বঙ্গোপসাগরের ডিমের চর এলাকায় ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে পাথরঘাটা থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে জেলেবহরে এ ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ৩লাখ টাকা মুক্তিণের দাবিতে ট্রলার মাঝিসহ দুজনকে অপহরণ করা হয়।

এ ছাড়াও ডাকাতির সময় এক জেলে সাগরে ঝাঁপ দিলে সে নিখোঁজ হয়। রবিবার সকালে ফিরে আসা জেলেরা এসব তথ্য জানায়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ফিরে আসা জেলেদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, গত শুক্রবার গভীর রাতে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের ডিমের চর এলাকায় মাছ ধরা অবস্থায় এফবি আল্লাহর দান ট্রলারে লুটপাট চালায় বনদস্যুরা। এক পর্যায় ওই ট্রলারের শ্রমিক আ. রহমান নামের একজন জেলে মার খেয়ে ভয়ে পানিতে ঝাঁপ দেয়। এ সময় দস্যু বাহিনী ট্রলারে থাকা জেলেদের মারধর করে ট্রলারে থাকা ৯ জেলেকে ট্রলারের খোলে বন্দি করে এবং মুক্তিণের দাবিতে মাঝি আইউব আলী ও আ. রহিমকে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে ফিরে আসা জেলেরা জানান, পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকার শীর্ষ বাহিনী নামের নতুন একটি দস্যু বাহিনী এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে। অপহৃতদের মুক্তিণের জন্য ৩ লাখ টাকা নিয়ে বনদস্যুদের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
এ ব্যপারে কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশনের অফিসার লে. এম আরিফ হোসেন জানান, তিনি এমন একটি ঘটনার কথা শুনেছেন। কিন্তু অভিযোগকারীকে কোস্ট গার্ড অফিসে দেখা করতে বলা হলেও কেউ আর আসেননি। তবে সাগরে তাদের টহল অব্যাহত আছে বলে দাবি করেন তিনি।
(এমএইচ/এএস/জুন ১৫, ২০১৪)