নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় বাাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। নগরকান্দা উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে। দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশাল এক বর্নাঢ্য র‌্যালী বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আলামিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হেসেন মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, প্রচার সম্পাদক আক্কাস আলি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মঈদুল ইসলাম লিখন, শহর যুবলীগের সভাপতি নিমাই সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান, শহর ছাত্রলীগের সভাপতি এম আই আজাদ, চরযোশরদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসীম মোল্যা, সাধারন সম্পাদক সোহেল মোল্যা প্রমুখ। আলোচনা সভাশেষে কেঁক কাটা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(এনএস/এএস/জানুয়ারি ০৪, ২০১৭)