বরিশাল প্রতিনিধি : বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে রবিবার বিকেল ৪টায়। এরপর শুরু হয়েছে ভোট গণনা। কাস্টিং ভোট ৫০ ভাগের বেশি হবে বলে জানান সহকারী রিটানিং অফিসার মো. দুলাল তালুকদার।

এবারে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেবুন্নেছা আফরোজ এবং বিএনএফ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম লিটন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে বিএনএফ প্রার্থী কোনো এজেন্ট না দেয়ায় এবং তিনি নিজে কোনো কেন্দ্রে উপস্থিত না হওয়াতে নৌকা প্রতীকে ভোটের সংখ্যাই বেশি।

নগরীর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মোট ২ হাজার ১৩৬ ভোটের মধ্যে ১ হাজার ১২৬ ভোট পড়েছে। এর মধ্যে টেলিভিশন প্রতীক পেয়েছে ৪৭ ভোট, বাতিল হয়েছে ৩ ভোট বাকিটা পেয়েছেন নৌকা জেবুন্নেছা।

সিটি কলেজ কেন্দ্রে ২ হাজার ২২০ ভোটের কাস্ট হয়েছে ১ হাজার ৩৪৭ ভোট। এখানে নৌকা প্রতীকে ১ হাজার ২৯৯ ভোট এবং টেলিভিশন প্রতীকে ১৪০ ভোট আর বাতিল হয়েছে দুটি ভোট।

সব মিলিয়ে ১৫৯টি কেন্দ্রের ফলাফর রাত ৯টা নাগাদ ঘোষণা করতে পারবেন বলে জানান রিটানিং অফিসার মো. শহীদুল আলম।

(ওএস/এটিআর/জুন ১৫, ২০১৪)