মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার ৭ ইউনিয়নসহ সদর উপজেলার কুচিয়ামোড়া ও জগদল ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ ।

বৃহস্পতিবার জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মোট ৫৯ জন ভিক্ষুকের মাঝে উপার্জনমুখী বিভিন্ন উপকরণ বিতরণ করে কুচিয়ামোড়া ও জগদল ইউনিয়নসহ শালিখা উপজেলা চত্বরে উপজেলার ৭ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রোস্তম আলী মোল্যা, শালিখা উপজেলা চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন টুকু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিন উদ্দিন, জগদল ইউপি চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, কুচিয়ামোড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী ইসরাইল হোসেন, সাধারন সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে, বুনাগাতী ইউপি চেয়ারম্যান মোঃ বখতিয়ার লস্কর ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস সহ শালিখার ৭ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্ধ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, এ কর্মসূচীর আওতায় জেলার ১২৮৪ ভিক্ষুককে অর্ন্তভূক্ত করা হয়েছে। যাদের মাঝে গবাদী পশু, রিক্সা ভ্যান,সেলাই মেশিনসহ নানা আয় বর্ধক উপকরণ বিতরন করে গোটা জেলাকে চলতি অর্থ বছরের মধ্যেই ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হবে। এ জন্যে ইউনিয়নে ইউনিয়নে চলছে ভিক্ষুক জরিপ কার্যক্রম। এই কর্মসুচিকে সফল করতে মাগুরা জেলার সব সরকারি কর্মকর্তা কর্মচারিরা এক দিনের বেতন এই তহবিলে জমা দিয়েছেন বলে মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমান জানান। এছাড়া পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর উন্নয়নে সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার আহবান জানানো হয়েছে বলে তিনি আরো জানান।

(ডিসি/এএস/জানুয়ারি ০৫, ২০১৭)