স্টাফ রিপোর্টার : বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায় বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসে আছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আপনাদের (আওয়ামী লীগ) ক্ষমতায় বসিয়েছে। এখন র‌্যাব, পুলিশ ও অদৃশ্য ক্ষমতার জোরে ক্ষমতা টিকিয়ে রেখেছেন।

শনিবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অারো বলেন, দেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই। কেড়ে নেয়া হয়েছে মানুষের সকল স্বাধীনতা। গণমাধ্যমের মাধ্যমে স্বাধীনতা থেকে শুরু করে মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে। বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার সভা-সমাবেশ করার অধিকার ও নিয়মতান্ত্রিক প্রতিবাদের ভাষাটুকুও কেড়ে নিয়েছে ভোটারবিহীন সরকার।

তিনি অভিযোগ করেন, বিএনপিসহ বিরোধীদলগুলোর নেতাকর্মীদের ওপর দেশজুড়ে চালানো হচ্ছে পাশবিক জুলুম-নির্যাতন ও নিপীড়ন। প্রতিনিয়ত চালানো হচ্ছে খুন,গুম, অপহরণ ও বিচারবহির্ভুত হত্যার মহোৎসব। মিথ্যা মামলায় লক্ষ্য লক্ষ্য বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করার ফলে এখন কারাগারে ঠাঁই নেই।

বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বিন্যাস দেখে মনে হয় ভোটারবিহীন আওয়ামী সরকার বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে জল কামান, এপিসিসহ ভারী অস্ত্রসজ্জিত পুলিশের কয়েকটি প্লাটুন। অবরুদ্ধ হয়ে আছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানেও একই যুদ্ধাংদেহী পরিবেশ বিরাজমান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০১৭)