শেরপুর প্রতিনিধি : শেরপুরে মৃগী নদীত ভাসমান অবস্থায় পুলিশ অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে। রবিবার বিকেলে সদর উপজেলার যুগিনীমোরা এলাকায় মৃগী নদী থেকে লাশটি উদ্দার করা হয়। এসময় লাশটি উজান থেকে ভেসে ভাটির দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে শহরের থানা ঘাট এলাকায় মৃগী নদী দিয়ে এক মহিলার লাশ ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ যুগিনীমোরা এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। আনুমানিক ৫৫/৬০ বছর বয়সী লাশটি আদিবাসী মহিলার হবে বলে পুলিশ জানায়। এসময় লাশের পরণে ছিল লাল-হলুদ ছাপা শাড়ী।

শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম মৃগী নদী থেকে মহিলার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় জানা যায়নি। সম্ভবত সীমান্তের কর্ণঝোড়া এলাকা থেকে পাহাড়ী ঢলে লাশ মৃগী নদীতে চলে এসেছে। তিনি বলেন, ৫৫/৬০ বছর বয়সী ওই নারীর মৃতদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(এইচবি/এটিআর/জুন ১৫, ২০১৪)