গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলী সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারন সম্পাদক আবুল বাসার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেনসহ আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে কর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।বেলা ১১ টায় স্থানীয় বঙ্গবন্ধু সরকারি কলেজ চত্বর থেকে এ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

সেখানে কালেজ ছাত্রলীগের সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার, সাধারন সম্পাদক মোল্লা রনি হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নিউটন মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়াল প্রমুখ বক্তব্য রাখেন।

অপর দিকে বিকাল ৩ টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভায়। সভায় জেলা , উপজেলাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ ছাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও কোটালীপাড়ায় নানা কর্মসূচি পালিত হয়।





(পিএম/এস/জানুয়ারি ১০, ২০১৭)