ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে যুবলীগের উদ্যোগে এক আয়ৈাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বইলর ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার।

বইলর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা। বক্তব্্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফাতেহ আলম শিশির,পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফুয়াদ হাছান নিউটন।

প্রধান অতিথির বক্তব্যে জুয়ের সরকার বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা। নিজের জীবন বিপন্ন করে তিনি বাঙ্গালী জাতির জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। পচাত্তরের ১৫ আগষ্ট এক দল বিপদগামী এ মহান নেতাকে হত্যা করে স্বাধীনতাকে মুছে দিতে চেয়েছিল। বাঙ্গালঅ বঙ্গবন্ধুকে ভালভাসে আওয়ামীলীগকে ভালবাসে। তাই এ ধরনের চক্রান্ত কারীদের কোন চক্রান্ত বাস্তবায়ন হবেনা। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। কোন ষড়যন্ত্রই তা রুখতে পারবেনা।

(এমএন/এএস/জানুয়ারি ১০, ২০১৭)