আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বোমা বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৯ জন। বুধবার সকালে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, বুধবার সকালে ইসলামাবাদের একটি ফল ও সবজির বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, তারা ১৫ জনের লাশ পেয়েছেন। এছাড়া আহত ৩৯ জনকেও এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, বোমা বিস্ফোরণে মাটিতে দেড় মিটার গর্ত তৈরি হয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ০৯, ২০১৪)