গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের সরিষাহাটি গ্রামে মঙ্গলবার (১০ জানুয়ারি/১৭) দিবাগত রাতে অগ্নিকান্ডে ৫টি পরিবারের বসতঘরসহ ৮টি ঘর, ৭টি গরু, প্রায় ৪শ মণ ধান ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মিলে প্রায় ৩০লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বাড়িতে বোরো মৌসুমের সেলোমেশিন চালানোর ডিজেল থাকায় আগুনের লেলিহান শিখা মুর্হুতের মাঝেই ছড়িয়ে যায়। ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সরিষাহাটি গ্রামের মৃত আসক আলীর পুত্র হোসেন আলী, হোসেন আলীর পুত্র আবুল হাসেম, শফিকুল ইসলাম, সাইফুল ইসলামের ৫টি ঘর, নগদ ৬০হাজার টাকা, ৭টি গরু পুড়ে গেছে, মৃত আসালত আলী মুনশীর পুত্র আমির হোসেনের টিনের ৩টি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ৫টি পরিবারই খোলা আকাশের নিচে রাত্রিযাপন করে। ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে অধ্যয়নরত ৭জন ছাত্রছাত্রীর শিক্ষার উপকরণও পুড়ে ছাই হয়ে যায়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্যও ঘটনাস্থল পরিদর্শন করেন।



(এসআইএম/এস/জানুয়ারি ১১, ২০১৭)