শেরপুর প্রতিনিধি : বৃহত্তর ময়মনসিংহের প্রাচীনতম শেরপুর পৌরসভার কর্মচারী সংসদের নবনির্বাচিত কার্যকরী পরিষদের কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পৌর ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

কর্মচারী সংসদের সভাপতি মো. মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুল, প্যানেল মেয়র-২ তৌহিদুর রহমান বিদ্যুৎ, পৌরসভার সচিব আবু লায়েছ মো. বজলুল করিম ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. রেজাউল করিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মাহমুদা ইয়াসমিন ডলি ও মো. বাদশা মিয়া, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর কাদির, কর্মচারী সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু, সহ-সভাপতি নুর-ই-আলম চঞ্চল প্রমুখ।

অনুষ্ঠানে পৌর কর্মচারী সংসদ নেতারা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবি জানালে ওই দাবির সাথে একমত পোষণ করে পৌর মেয়র তা গণমাধ্যমে তুলে ধরতে উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, গত বছরের ২৮ জুলাই শেরপুর পৌরসভার কর্মচারী সংসদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

(এইচবি/এএস/জানুয়ারি ১২, ২০১৭)