স্টাফ রিপোর্টার : কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন সোমবার সকাল ৯টা ৫০মিনিটে তিনদিনের সফরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন । এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দরে তাকে স্বাগত জানান। সরকারের মন্ত্রীরাও তাকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত আছেন।

এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দু’দেশের মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে যাচ্ছে।
তিন চুক্তি হচ্ছে- উন্নয়ন এবং বিনিয়োগ সুরক্ষা, দুই দেশের মন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠক এবং সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক। এছাড়া কৃষিখাতে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ২০১৫ সাল থেকে ইকোনমিক ইন্টিগ্রেশন বা অর্থনৈতিক একত্রিকরণের দিকে যাচ্ছে আশিয়ান। সেই সুবিধা বাংলাদেশও পেতে চায়। এতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পণ্য পরিবহন, জনশক্তির আদান-প্রদান, মুক্তসেবা, শুল্ক ও অশুল্কসহ কোনো ধরনের বাধা থাকছে না। আশিয়ানভুক্ত দেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে এই একত্রিকরণ সুবিধা বাংলাদেশও ভোগ করতে পারবে জানিয়ে তিনি বলেন, এজন্য আশিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াতে জোর দিচ্ছে বাংলাদেশ।

হুন সেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয়ে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

উপ পররাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, বনমন্ত্রীসহ কম্বোডিয়া সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা সফরসঙ্গ হিসিবে আছেন। মোট ২৭ জনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন হুন সেন। বিমানবন্দর থেকে হোটেল সোনারগাঁয়ে যাবেন তিনি। পরে বিকেল ৩টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

স্মৃতিসৌধ থেকে তিনি সাভার ইপিজেড পরিদর্শনে যাবেন। এদিন রাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন তিনি। ১৭ জুন পররাষ্ট্র মন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে হোটেল সোনারগাঁয়ে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে হুন সেনের।

মঙ্গলবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন হুন সেন। এরপর ওই দিন রাতে হোটেল সোনারগাঁও-এ তার সম্মানে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

তিন দিনের সফর শেষে বুধবার সকালে বিশেষ বিমানে ঢাকা ছাড়ার কথা রয়েছে হুন সেনের।

সংশ্লিষ্টরা জানান, কম্বোডিয়াতে মূলত ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, লোহা ও লৌহজাত পণ্য এবং সীমিতভাবে তৈরি পোশাক রপ্তানি করছে বাংলাদেশ।

কম্বোডিয়াও একই ধরনের পণ্য তৈরি করে থাকে। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে বিকল্পপণ্যের সাহায্যে ‍অংশীদারিত্বের ক্ষেত্রগুলো খতিয়ে দেখতে হবে বলেও মনে করছেন কূটনীতিকরা।

(ওএস/জেএ/জুন ১৬, ২০১৪)