গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে কালা মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী ও নিহতের স্বজনরা অংশ নেয়। তারা প্রায় ১ ঘন্টা সড়কে দাঁড়িয়ে হাতে হাত ধরে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় নিহতের ছেলে কবীর হোসেন, হবি শেখ, শিল্পী বেগম ও পারভীন বেগম বক্তব্য রাখেন। তার দোষীদের গ্রপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাতে আর কোন লোককে এভাবে জীবন দিতে না হয়।

উল্লেখ্য, বিগত ২৭ ডিসেম্বর সকালে সরকারী খাসজমি দখলকে কেন্দ্র করে কালা মিয়াকে তার বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২৯ ডিসেম্বর ২৫ জনকে আসামী করে মুকসুদপুর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

(পিএম/এএস/জানুয়ারি ১৩, ২০১৭)