বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : “শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন, উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মেলার সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব জিয়া উদ্দিন আহমদ, নির্বাহী কর্মকর্তা এসএমআব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোপাল দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল প্রমুখ।

তিন দিন ব্যাপী অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে ২টি ক্যাটাগরীতে অংশগ্রহণকারী ৩১টি ষ্টলের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হল-নাগরিক সেবায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (১ম স্থান), প্রাথমিক শিক্ষা অফিস (২য় স্থান) ও পরিবার-পরিকল্পনা অফিস (৩য় স্থান)। ষ্টল ব্যবস্থাপনায় একটি বাড়ি একটি খামার প্রকল্প (১ম) এনজিও প্রতিষ্ঠান সূচনা (২য়) ও মাধ্যমিক শিক্ষা অফিস (৩য়)।

(এলএস/এএস/জানুয়ারি ১৩, ২০১৭)