মোস্তাফিজ নোমান, ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশালে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইব্রাহীম খলিল শান্তকে আহবায়ক করে  ৪জনকে যুগ্ম আহবায়ক ও ৬০জনকে সদস্য করে ৬৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।

ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. এ.বি.এম নূরুজ্জামান খোকন ও সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট স্বাক্ষরিত আহবায়ক কমিটির আহবায়ক মনোনীত করা হয় মোঃ ইব্রাহীম খলিল শান্তকে।

যুগ্ম আহবায়করা হলেন, মোঃ ইমাম হোসেন সাজু, মোঃ ইব্রাহীম খলিল নয়ন, মোস্তফা শরিফুল ইসলাম মুক্তা, মোঃ আব্দুল্লাহ আল মাকসুদ খান। এছাড়াও কমিটিতে আরো ৬০জনকে সদস্য রাখা হয়েছে।

(এমএন/এএস/জানুয়ারি ১৪, ২০১৭)