হালুয়াঘাটে আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২ জন আটক
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রমজান ও গেসুকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধর্ষণের ১৪ দিন পর অভিযুক্তদের নরসিংদী জেলার মনোহরদী থানা এলাকা থেকে ১৪ জানুয়ারি শনিবার ভোররাতে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
জানা যায়, জেএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীকে প্রতিবেশী সুরুজ আলীর পুত্র রমজান আলী (১৮) ৩১ ডিসেম্বর দিবাগত রাতে জব্বার আলী’র পুত্র গিয়াস উদ্দিন ওরফে গেসু এর সহযোগিতায় সীমান্ত সংলগ্ন স্থানে ধর্ষণ করে।
ধর্ষিতা আদিবাসী কিশোরী সাংবাদিকদের জানায়, ছোটদিনের উৎসবে বাড়ি থেকে গীর্জায় প্রার্থনা করার উদ্দেশে বের হয়ে আসার সময় প্রতিবেশী রমজান ও গেসু অপহরণ করে এবং সীমান্ত এলাকায় নির্জনস্থানে নিয়ে জোর পূর্বক বখাটে রমজান তাকে ধর্ষণ করে। ঘটনাটির খরব পেয়ে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ধর্ষিতার পরিবার
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিঞা এ প্রতিবেদককে জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে থার্টি ফাস্ট নাইটে আধিবাসী কিশেীরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রমজান ও গেসুকে মনোহরদী থানা এলাকা থেকে আটক করা হয়েছে। অভিযুক্তদের শ্রীঘ্রই আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান।
(জেসিজি/এএস/জানুয়ারি ১৪, ২০১৭)