স্টাফ রিপোর্টার, ঢাকা : রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় রায় ফের পিছিয়েছে। সোমবার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন মামলার রায়ের নতুন তারিখ ২৩ জুন ধার্য করেছেন।

তিনি জানান, আজ এ মামলার রায় হওয়ার কথা ছিল কিন্তু রায়ের কপি লেখা সম্পূর্ন না হওয়ায় তারিখ পরিবর্তন করে ২৩ জুন ধার্য করা হয়েছে।

এর আগে গত ২৮ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ১৬ জুন (আজ) রায়ের দিন ধার্য করে আদালত। গত বছরের ২৩ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সর্বশেষ গত ৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হেনা মোস্তফার পুনঃসাক্ষ্যগ্রহণ শেষ হয়।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল (বাংলা ১৪০৮ সালের ১ বৈশাখ) ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে বোমা হামলায় প্রাণ হারান ১০ জন। ঘটনার দিন বাবুপুরা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

(ওএস/অ/জুন ১৬, ২০১৪)