মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুর শিবচরের কাওড়াকান্দি ঘাট আনুষ্ঠানিকভাবে একই উপজেলার কাঠালবাড়ি ইলিয়াছ আহমেদ চৌধুরী দাদাভাই ফেরি ঘাটে আনুষ্ঠানিকভাবে  স্থানান্তরিত হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন থেকে দক্ষিণাঞ্চলের যানবাহনগুলো পাচ্চর মোড় হয়ে নতুন

উদ্বোধনকৃত পদ্মা সেতুর এপ্রোচ সড়ক হয়ে কাঠালবাড়ি যাবে। নতুন এ ঘাটে মোট ৪টি হাই ও লো ওয়াটার ফেরি ঘাট, ৩টি লঞ্চ ঘাট, স্পীডবোট ঘাট, ৩টি জেটি, ৪টি যাত্রী সেড, আভ্যন্তরীণ সড়ক ৭’শ মিটার, পুলিশ কন্ট্রোল রুম, বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়েছে।

এতে নৌ পথের দূরত্ব ৫ কিলোমিটার কমবে। প্রতিদিন প্রায় ৫০ হাজার যাত্রী নতুন এ ঘাট হয়ে প্রতিদিন যাতায়াত করতে পারবে বলে জানা যায়।

নতুন এ ঘাট এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম লিটন চৌধুরী, মাদারীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াছমিন ছুটি, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।











(এএসএ/এস/জানুয়ারি ১৫, ২০১৭)