দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের সদর উপজেলার রামডুবি মোড় এলাকায় নাইট কোচের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এই ঘটনার পর দিনাজপুর-রংপুর মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।

নিহতরা হচ্ছেন-চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের সমসের উদ্দীনের পুত্র মোটরসাইকেল চালক রেজাউল করিম (৪২), খানসামা উপজেলার পাকেরহাট এলাকার মৃত সমসের আলীর পুত্র মোক্তার হোসেন (৬০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৫০)।

নিহতদের পারিবারিক সুত্র জানায়, নিহত মোক্তার হোসেন ও জাহানারা বেগম ডায়াবেটিস রোগী। তারা সকালে তিনজনই একটি মোটরসাইকেল যোগে দিনাজপুর শহরে আসছিলো। দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার রামডুবি মোড়ের কাছে ব্যাংকালী নামক স্থানে আসলে পিছন থেকে হানিফ এন্টারপ্রাইজ নামে একটি নাইট কোচ তাদের ধাক্কা দেয়। এতে তারা পড়ে গিয়ে কোচের চাকায় পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপর ২ জন মারা যায়।

এই ঘটনায় বিক্ষুব্ধ লোকজন দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ২ ঘন্টা পর সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

(এটি/জেএ/জুন ১৬, ২০১৪)